জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর-মনোহরপুর সড়কে বাস চাপায় হাসিবুর রহমান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাস আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
নিহত হাসিবুর রহমান মনোহরপুর গ্রামের মিলন মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে যশোর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী সোনারতরী নামে একটি যাত্রীবাহী বাস (মৌলভীবাজার-জ-১১-০১৮২) শিশুটিকে চাপা দেয়। শিশুটি ঘটনার সময় রাস্তা পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। তবে যশোর নেয়ার পথে পথিমধ্যেই হাসিবুর রহমান মারা যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,
ঘাতক বাসটি আটক করে থানায় নেয়া হয়েছে, তবে বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছে।
নিহত শিশুর পরিবারকে সড়ক পরিবহন আইনে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।