জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮
ব্যাটালিয়নের পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবং অবৈধ ভাবে সীমান্ত পারাপারকারী বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে।
বুধবার রাত ৯ টা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার ভোর ৪ টার সময় মহেশপুর উপজেলার মাটিলা বিওপি ক্যাম্পের হাবিলদার আব্বাস আলীর নেতৃত্বে
মকরধ্বজপুর গ্রামের কবরস্থানের পাশে কাঁচা রাস্তায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
এদিকে একই রাত সাড়ে ১২ টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপি ক্যাম্পের সদস্যরা একটি আম বাগানে গোপন অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
জীবননগর উপজেলার বেনীপুর বিওপি,মেদিনীপুর বিওপি এবং মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও কুসুমপুর বিওপি ক্যাম্পের সদস্যরা বুধবার রাত ৯ টা থেকে বৃহস্পতিবার দুপুর একটার পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা
করেন।
এ অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ কালে ১৮ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেন। আটককৃত সবাইকে আফইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “আমাদের নিয়মিত টহল ও অভিযানের ফলে মাদক
চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ করা সম্ভব হচ্ছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।