ময়মনসিংহে র‍্যাবের অভিযান: বালুভর্তি ট্রাকে ১৭০ বস্তা চিনি ও সোয়া লাখ পিস ব্লেড উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ:-

ময়মনসিংহের মুক্তাগাছায় র‍্যাবের বিশেষ অভিযানে দুইটি ট্রাক থেকে ভারতীয় ১৭০ বস্তা চিনি ও ১ লাখ ২০ হাজার পিস ব্লেড উদ্ধার করা হয়েছে। পাচারকৃত এসব পণ্য বহনের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

বালুর নিচে লুকানো চোরাই পণ্য

গতকাল মঙ্গলবার (৫ মার্চ) সকালে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার নিমুরিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ একটি ট্রাক জব্দ করে।

প্রথমে ট্রাকটিকে বাইরে থেকে দেখতে বালুভর্তি বলে মনে হলেও, ত্রিপল সরিয়ে দেখা যায় এর নিচে লুকানো রয়েছে ১১১ বস্তা ভারতীয় চিনি।

অভিযানের সময় ট্রাকের চালক পালিয়ে গেলেও চালকের সহকারী রাকিবুল হাসানকে (২২) আটক করা হয়।

এছাড়া মুক্তাগাছার চেচুয়া বাজারে আরেকটি বালুভর্তি ট্রাক আটক করে র‍্যাব। ট্রাকের ওপরে স্তূপ করা বালু সরানোর পর সেখানে ৬৯ বস্তা ভারতীয় চিনি ও ১ লাখ ২০ হাজার পিস জিলেট ব্লেড পাওয়া যায়।

এ সময় ট্রাকচালক শাহজাহান সিরাজ (২৮) কে গ্রেপ্তার করা হয়।

চোরাচালানের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্র

র‍্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান জানান, আটক ব্যক্তিরা চোরাই পথে ভারতীয় পণ্য আনার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, মুক্তাগাছার একটি চক্র এসব পণ্য পাচার ও বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত।

আটকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে মালামালসহ মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *