শৈলকুপায় মসজিদে স্যান্ডেল চুরি নিয়ে সংঘর্ষ, আহত ১০

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ থেকে স্যান্ডেল চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৫ মার্চ) রাতে উপজেলার গোকুলনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতদের মধ্যে শওকত (৩৫) নামে এক ব্যক্তিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন—গোকুলনগর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে সজল (৩০), তার ভাই শওকত (৩৫), মৃত আব্দুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬৫) এবং মৃত আনোয়ার হোসেনের ছেলে রিপন বিশ্বাস (৪৭)।

সংঘর্ষের কারণ

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দিগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও ইউপি সদস্য মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।

সম্প্রতি গ্রামের মসজিদে তারাবির নামাজ চলাকালে একাধিকবার আব্দুল মালেকের সমর্থকদের স্যান্ডেল চুরির ঘটনা ঘটে।

বুধবার রাতে একই ঘটনা পুনরায় ঘটলে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন একে অপরের ওপর হামলা চালায়, যার ফলে অন্তত ১০ জন আহত হন।

পুলিশের হস্তক্ষেপ ও পরিস্থিতি নিয়ন্ত্রণ

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, আহতদের দেখতে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান দিগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম।

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *