জীবননগর অফিস:
পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় জীবননগর পাইলট হাইস্কুল মাঠে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে পৌরসভা এলাকার ৮০টি দরিদ্র পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, হাসাদাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আক্তারুজ্জামান,
সাংবাদিক মাজেদুর রহমান লিটন, প্রভাষক আবু বকর সিদ্দিক এবং ইমাম বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ওলিউর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আস সুন্নাহ ফাউন্ডেশনের জীবননগর প্রতিনিধি হাফেজ ফিরোজ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি মাসুম বিল্লাহ শাওন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম,
মাওলানা আক্তারুজ্জামান, সাংবাদিক নুর আলম, মুহিবুল ইসলাম মুকুল, আল আমিন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আস সুন্নাহ ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন,
পবিত্র রমজান আত্মসংযমের পাশাপাশি দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।
উল্লেখ্য, আস সুন্নাহ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।