জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জীবননগর থানা পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী মিলন মেলা ২০২৫ আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা উম্বত আলী।
প্রস্তুতি সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলু, আমিন উদ্দিন, আব্দুর রাজ্জাক,
এস.এম. মাহবুবুর রহমান, মমিন উদ্দিন, আরিফুর রহমান,
প্রভাষক আমিনুল ইসলাম তারেক, প্রভাষক হাসান ইমাম,আতিয়ার রহমান, টুটুল নেছার,
কাজী খালিদুজ্জামান খালিদ, হাসানুজ্জামান, আব্দুর রাজ্জাক বুদো, তামজিদুর রহমান বিদ্যুৎ ও মোজাম্মেল হক।
প্রস্তুতি সভায় মিলন মেলাকে সফল ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
এতে সিদ্ধান্ত হয়, জীবননগর থানা পাইলট হাইস্কুলের যে কোনো প্রাক্তন শিক্ষার্থী মিলন মেলায় অংশ নিতে পারবেন।
আগ্রহীদের ৩০০ টাকা এন্ট্রি ফি জমা দিয়ে সদস্য ফরম সংগ্রহ করতে হবে, যার শেষ সময় ১৫ ফেব্রুয়ারি।
আগামী ২ এপ্রিল ‘প্রাক্তন শিক্ষার্থী মিলন মেলা ২০২৫’ আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মিলন মেলা হবে স্মৃতিময় এক পুনর্মিলন,
যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে পুরনো দিনের স্মৃতিচারণ করবেন এবং সৌহার্দ্যপূর্ণ বন্ধনে আবদ্ধ হবেন।