আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ:-
ঝিনাইদহের কোটচাঁদপুরে আল ফালাহ ইসলামী সেন্টারের উদ্যোগে এক মনোমুগ্ধকর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ) স্থানীয় আল ফালাহ ইসলামী সেন্টারের আয়োজনে এ মাহফিলে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন মাস্টার রেজাউল ইসলাম।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর-মহেশপুর আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ধর্মীয় গবেষক অধ্যাপক মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই,
কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম,
উপজেলা সিনিয়র নায়েবে আমির মাস্টার আজিজুর রহমান, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান খান এবং পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু।
ইফতার মাহফিলে বক্তারা রমজানের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি ও ইসলামী মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা রোজার গুরুত্ব, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা তুলে ধরেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন হাসাদা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আখতারুজ্জামান।
ইফতার মাহফিলকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন এ আয়োজন সকলের প্রশংসা কুড়িয়েছে।