জীবননগর-মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ পারাপারের সময় বহু বাংলাদেশী আটক

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।

গত ৯ ও ১০ মার্চ ২০২৫ তারিখে বিভিন্ন স্থানে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টাকালে নারী, শিশু ও পুরুষসহ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বিজিবির একাধিক টিম সীমান্তের বিভিন্ন স্পট ও রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

সোমবার সাফদারপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা ট্রেনে অভিযান চালিয়ে ১.০৩০ কেজি কোকেন উদ্ধার করা হয়।

জীবননগর, মেদিনীপুর, নতুনপাড়া, রাজাপুর, খোশালপুর ও মাধবখালী এলাকায় অভিযান চালিয়ে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল, ৭৬ বোতল

ভারতীয় মদ এবং বাজারমূল্য ২,৬২,৯০০/- টাকা সমমূল্যের ১৫৩০ পিস Myo Rose ও ৮০০ পিস Moregra ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি সদস্যরা নিয়মিত টহলের সময় সীমান্ত এলাকা থেকে অবৈধ পারাপারের চেষ্টাকালে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেন।৬

রোববার , খোশালপুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে ৩ নারী ও ২ পুরুষসহ মোট ৫ জন বাংলাদেশিকে আটক করা হয়।

একই দিনে কুসুমপুর বিওপি এলাকা থেকে ৩ পুরুষ, ১ নারী ও ১ শিশু আটক হয়।

সোমবার বেনীপুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন বাংলাদেশি (৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু) আটক করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *