জীবননগরে পোল্ট্রি খামারী অ্যাসোসিয়েশন গঠন মেহের আলী সভাপতি ও বাবু শিকদার সম্পাদক নির্বাচিত

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগরে পোল্ট্রি খামারিদের সংগঠিত করতে জীবননগর পোল্ট্রি খামারী অ্যাসোসিয়েশন নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার উপ-শহর পিয়ারাতলা এলাকায় পোল্ট্রি খামারিদের সর্বসম্মত সিদ্ধান্তে এ সংগঠন গঠিত হয়।

নবগঠিত কমিটিতে মেহের আলী সভাপতি এবং বাবু শিকদার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন:-সহ-সভাপতি: আব্দুর রাজ্জাক প্রধান,

সহ-সম্পাদক: শাহিন মিয়া,কোষাধ্যক্ষ: নুরুল আমিন,

সাংগঠনিক সম্পাদক: সাইফুলইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক: হানিফ আলী,ক্রীড়া সম্পাদক: তরিকুল ইসলাম

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:

হানিফ আলী, নাজমুল হক, রবিউল ইসলাম, মনিরুল ইসলাম, মাসুদ রানা, আব্দুর রশিদ শিকদার, ফয়সাল হোসেন, সজিব হোসেন,

আব্দুল হালিম, আশাদুল ঢালী, তোফাজ্জেল বেপারী, আব্দুল হাকিম,

হানিফ বিজিবি, বিল্লাল হোসেন, বিদ্যুৎ, বিল্লাল হোসেন (৩), রনি মিয়া, মোশারফ হোসেন।

উপদেষ্টা পরিষদে রয়েছেন:

শাহজাহান মিয়া, আবুল হোসেন শিকদার, বিল্লাল মিয়া, ফরহাদ হোসেন মিয়া, আমিনুল ইসলাম সরকার, স্বপন আলী ও জিল্লুর রহমান।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মা-বাবা অটো রাইস মিলের স্বত্বাধিকারী শাহজাহান মিয়া,

মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল সরদার,বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন,

উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব কামরুল ইসলাম এবং জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান।

নবগঠিত এই সংগঠন পোল্ট্রি খামারিদের স্বার্থ রক্ষা, উন্নয়ন ও সহযোগিতার জন্য কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *