আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। সোমবার (১০ মার্চ) বিকেল ৪:২৫ মিনিটের দিকে উপজেলার ব্রীজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ করে আসাদুলের দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
দোকানটি টিন ও কাঠের তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ হতে থাকলে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। দীর্ঘ ৩৫ মিনিটের চেষ্টায় তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, তার দোকানে থাকা প্রায় ১ থেকে ২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে, যা তার জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন ছিল।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।