আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহে ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি।
সোমবার (১০ মার্চ) দুপুরে সংগঠনটির উদ্যোগে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সাইফুল ইসলামের কাছে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস,
সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমানসহ সংগঠনের নেতাকর্মী ও কয়েক হাজার ইটভাটা শ্রমিক উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, ইটভাটা মালিক ও শ্রমিকদের জীবিকার বিষয়টি বিবেচনা না করেই প্রশাসন একের পর এক মোবাইল কোর্ট পরিচালনা করছে।
এতে ইটভাটা শিল্প হুমকির মুখে পড়েছে। তারা অবিলম্বে এ ধরনের অভিযান বন্ধের দাবি জানান।