আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-
দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন এবং বিচারহীনতার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (তারিখ) দুপুরে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ধর্ষণবিরোধী লিফলেট,
ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ছাত্রদলের জেলা ও কলেজ শাখার নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সোমেন,
সহ-সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম-সম্পাদক শাহরিয়ার রাসেল,
কেসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শিমুল আল মাসুম, সদস্য সচিব মেহেদী হাসান এবং ঝিনাইদহ কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাকিব হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা ও ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
দ্রুত ও কঠোর শাস্তি কার্যকর করা হলে অপরাধ প্রবণতা কমে আসবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যদি নারীদের ওপর কোনো নির্যাতন বা ধর্ষণের ঘটনা ঘটে, তাহলে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
এই মানববন্ধনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে জোরালো প্রতিবাদ জানানোহয় এবং ন্যায়বিচারের আহ্বান জানানো হয়।