আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ:-
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও হেনস্তার প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন করেছে ছাত্রদল।
সোমবার (১০ মার্চ) সকালে সরকারি ডিগ্রি কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক ছাত্রদল নেতা-কর্মী অংশ নেন।
ছাত্রদল নেতাদের বক্তব্য
মানববন্ধনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু বলেন, “দেশব্যাপী ধর্ষণ, সহিংসতা ও নারীদের ওপর নির্যাতন বেড়েই চলেছে।
আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে আজকের এই মানববন্ধনের আয়োজন করেছি।”
তিনি আরও বলেন, “মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার ধর্ষকসহ দেশের সব ধর্ষণের বিচার ২১ দিনের মধ্যে কার্যকর করতে হবে।
বিচারহীনতার সংস্কৃতি দূর করতে হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। জাতীয় নির্বাচন আয়োজন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করলেই কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব।”
মানববন্ধনে আরও বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রকি, ছাত্রদল নেতা রাকিবুল হাসান নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্রদলের নেতারা ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান এবং দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান।