হরিণাকুন্ড চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, এক তরুণ গ্রেফতার

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়েছে এক প্রতিবেশি যুবক।

গত ২৭ ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনা ঘটলেও ভিকটিমের পরিবার লোকলজ্জায় বিষয়টি আড়াল করে রেখেছিল। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ধর্ষণের ঘটনাটি ফাঁস হয়ে পড়ে।

এ ঘটনায় সোমবার বিকালে ইমরান হোসেন (১৫) নামের অভিযুক্ত এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই ঘটনায় সোমবার (১০ মার্চ) সকালে ভিকটিমের মা বাদি হয়ে হরিণাকুন্ডু থানায় মামলা করেন।

গ্রেফতার ইমরান হোসেন হরিণাকুন্ডু উপজেলার পইলতাডাঙা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ভুট্টাখেতে নিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করে রাজমিস্ত্রী ইমরান হোসেন।

ঘটনার পর ধর্ষণের শিকার শিশুটির পরিবার লজ্জায় বিষয়টি আড়াল করার চেষ্টা করে। কিন্তু, শিশুটি অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানে তার  ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ রউফ খান জানান,

ঘটনার দিন সকালে ইমরান হোসেন ওই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভূট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে।

পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। সোমবার সকালে ভিকটিমের মা হরিনাকুন্ডু থানায় এসে এ বিষয়ে একটি মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, পুলিশ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে।

আসামি ইমরানকে ঝিনাইদহ সাইবার ইনভেস্টিগেশন সেল গ্রেফতার করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *