আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক
সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মার্চ) দুপুরে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারের কারণ ও মামলার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান বিজুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এর মধ্যে বিএনপি দলীয় কার্যালয় পোড়ানো, ছাত্রশিবির কর্মী শামীম হোসেন হত্যাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরেই এসব মামলার তদন্ত চালিয়ে আসছিল।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার গণমাধ্যমকে জানান,“বিজুর বিরুদ্ধে দায়েরকৃত একাধিক মামলার
প্রেক্ষিতে তার বাসায় অভিযান চালানো হয় এবং সেখান থেকে তাকে আটক করা হয়েছে।”
আদালতে হাজির ও পরবর্তী পদক্ষেপ
সোমবারই তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় প্রতিক্রিয়া
বিজুর গ্রেপ্তারের খবরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
আওয়ামী লীগ নেতাদের একাংশ বিষয়টিকে দলীয় শৃঙ্খলা রক্ষার স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখলেও,
অন্যদিকে বিএনপি নেতারা এটিকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে উল্লেখ করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।