আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে আয়োজিত এই সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ দাবি করেন,
“গ্রামের অসহায় সহজ-সরল মহিলাদেরকে আল্লাহর ভয় দেখিয়ে ইয়ানতের নামে চাঁদাবাজি করা হচ্ছে। এসব টাকা কোথায় যায়, তা কেউ জানে না।”
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথির বক্তব্যে আমিরুজ্জামান খাঁন শিমুল বলেন,
“দেশের মানুষ জানে, কারা সত্যিকারের গণতন্ত্রের জন্য লড়াই করছে এবং কারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সবসময় কাজ করে যাবে।”
অ্যাডভোকেট এম এ মজিদের অভিযোগ
বিএনপির জেলা সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ তার বক্তব্যে বলেন,
“কিছু গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে অর্থ উপার্জনের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। ইয়ানতের নামে চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
“ তিনি আরও বলেন, দেশের মানুষ ১৯৭১ সাল থেকে তাদের কার্যক্রম দেখে আসছে। তাই মিথ্যাচার না করে জনগণের সেবায় রাজনীতি করার আহ্বান জানান তিনি।
সভাপতিত্ব ও সঞ্চালনা
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস।
বিশেষ অতিথিদের বক্তব্য
প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস,
সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু,জেলা বিএনপির উপদেষ্টা এস এম শাহজামান মোহন,
তরফদার মাহামুদ তৌফিক বিপু,কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান,
মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান,
জেলা জিয়া পরিষদের সভাপতি প্রভাষক কামাল আহাম্মেদ,বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক সুজানুর রহমান,
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল আজিজ,
উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী ফয়সাল,সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম এরশাদ,
সদস্য সচিব মোঃ সুরুজ্জামান সুরুজ,উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুল হাসান রতন,সদস্য সচিব আব্দুল মালেক।
সমাবেশের সারমর্ম
প্রতিবাদ সমাবেশে বক্তারা দেশের
বর্তমানরাজনৈতিক পরিস্থিতি,ধর্মকে ব্যবহার করে চাঁদাবাজি এবং সাধারণ মানুষের ওপর নিপীড়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
তারা বিএনপির রাজনীতিকে শক্তিশালী করতে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
বিএনপির নেতারা জানান, তারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবেন
এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করবেন।