আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিএসএফের কাছে আটক দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর হওয়া বাংলাদেশি নাগরিকরা হলেন শ্যামল বিশ্বাস (৬৬) ও রতন সরকার (৫৮)।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টার দিকে মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির ৬০/২৯ পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস
এবং বিএসএফের পক্ষ থেকে ১৯৪ ব্যাটালিয়নের সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি যাদব নাগেশ গৌতম নেতৃত্ব দেন।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের ভূঁইয়াগড় গ্রামের শ্রীদাম
বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস ও রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে রতন সরকার অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ তাদের আটক করে।
পরবর্তীতে বিএসএফ বিজিবিকে বিষয়টি জানিয়ে আটককৃতদের ফেরত নেওয়ার আহ্বান জানায়। পরে রাতে বিজিবি-বিএসএফের মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করা হয়।