জীবননগর বাজদিয়া শালতলার মাঠের রাস্তা থেকে মোটরসাইকেল চুরি

জীবননগর অফিস :-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বাজদিয়া উত্তরপাড়া গ্রামে দিনদুপুরে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

ঘটনাটি বুধবার সকাল থেকে দুপুর ১২ টার দিকে সংঘটিত হয়েছে। 

জীবননগর উপজেলার বাজদিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে  ভুক্তভোগী  মো: শাহিন আলম (৩৮) জানান যে,বুধবার  সকাল আনুমানিক ১০ টার সময় তিনি তার ফুফা খোরশেদ আলমের ডিসকাভার মোটর সাইকেল-১২৫ সিসি রেজিষ্ট্রেশন নম্বর চুয়াডাঙ্গা-হ-১৩-৯৮৫১শালতলার মাঠের রাস্তায় রেখে তার ড্রাগন বাগান দেখতে যান। তবে দুপুর১২: টার সময় ফিরে এসে দেখেন যে, মোটর সাইকেলটি চুরি হয়ে গেছে।

এরপর তিনি সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটর সাইকেলের কোনো সন্ধান পাননি। তার ধারণা, অজ্ঞাতনামা চোরচক্র মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী শাহিন আলম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন। এছাড়া তিনি স্থানীয় প্রশাসনের কাছে মোটরসাইকেল উদ্ধারের জন্য সহায়তা কামনা করেছেন।

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা হাকিবুর রহমান লিটন বলেন,ঘটনাটি শুনেছি। ইদানিং মোটর সাইকেল চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ  মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ব্যাপারে ইতিমধ্যেই পুলিশি তৎপরতা শুরু হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *