আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:
দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকালে শহরের পায়রা চত্বরে সামাজিক ঐক্যজোট-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে মানবকল্যাণ সংঘসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
প্রতিবাদী কণ্ঠে সোচ্চার বক্তারা
মানববন্ধন চলাকালে বক্তারা দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তারা ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন:
- সামাজিক ঐক্যজোটের সভাপতি গাউস গোর্কি
- সাধারণ সম্পাদক ফিরোজ আনোয়ার মাসুম
- সরকারি কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম
- সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সুশেন্দু ভৌমিক
- জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শেখ সেলিম
- বারের সদস্য অ্যাডভোকেট মিল্টন
- সমাজকর্মী আতিকা ইসলাম ও জাহান লিমনসহ অনেকে
দাবি: কঠোর শাস্তি ও আইনের কার্যকর প্রয়োগ
বক্তারা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
তারা বলেন, “নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।”
সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তারা বলেন, “নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের সবাইকে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে এবং সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে।”
ঝিনাইদহে প্রতিবাদের জোয়ার
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সকল অপরাধীর দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের কার্যকর প্রয়োগ,
সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আন্দোলনকারীরা।