মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৭ বাংলাদেশী আটক, কোকেন-মদ উদ্ধার

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ২৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতদের মধ্যে ১০ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। এছাড়া পৃথক অভিযানে বিপুল পরিমাণ কোকেন, ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) রাত সাড়ে আটটায় ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সীমান্তে ২৭ জন আটক

বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, খোশালপুর, কুসুমপুর ও বেনীপুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে ১০ নারী ও ৮ শিশুসহ ২৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটককৃতরা হলেন-বরগুনার মনমথ হাওলাদার (৫৫), মুন্সিগঞ্জের শাওন শেখ (৩৩), গোপালগঞ্জের বিষ্ণু ঢালী (৭০),

খুলনার শচীন বিশ্বাস (৫৭), যশোরের চয়ন মন্ডল (১৯), নোয়াখালীর গৌরাঙ্গ জলদাস (৪৫), তীর্থ জলদাস (১৭), পার্থ জলদাস ও রাজু জলদাস (২৬)।

মাদক ও কোকেন উদ্ধার

একই দিনে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সাফদারপুর রেলওয়ে স্টেশনে খুলনাগামী মহান্দা ট্রেনে অভিযান চালিয়ে ১ কেজি ৩০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।

এছাড়া, পৃথক অভিযানে চুয়াডাঙ্গার জীবননগর থানা মোড় থেকে ১৫ বোতল,

হরিহরনগর গ্রাম থেকে ৪৫ বোতল এবং নতুনপাড়া গ্রাম থেকে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

রাজাপুর ও খোশালপুর বিওপি এলাকায় পৃথক অভিযানে ৭৬ বোতল ভারতীয় মদ এবং মাধবখালী গ্রামে ১,৮৩০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৬২ হাজার ৯০০ টাকা।

আইনি ব্যবস্থা

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *