আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহে পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টার আরিফ মোল্লা (৫১) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। বুধবার (১২ মার্চ) রাতে সদর উপজেলার ছয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতের বড় ভাই মশিয়ার রহমান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন।
মামলায় নাম উল্লেখ করে দুজন এবং আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
হামলার বিস্তারিত
মামলার বিবরণ অনুযায়ী, আরিফ মোল্লা বুধবার রাতে হাটগোপালপুর বাজার থেকে পূর্বাশা পরিবহনের কাউন্টার বন্ধ করে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে বাড়ির সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের ঠান্ডু মোল্লার ছেলে রিয়াজুল (৩৮) ও ইরফান (৩৬) সহ আরও কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।
তারা ধারালো রামদা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। হামলায় তার বাম পায়ের হাড় ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ ধরনের নৃশংস হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের আশ্বাস দিয়েছে।