আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া শাপলা চত্বরে একটি পশুপাখির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক বিদেশি জাতের পাখি পুড়ে মারা গেছে।
বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ব্যাপারীপাড়ার শাপলা চত্বরে অবস্থিত “কাজী ইব্লুর বিডি বার্ড ফুড” নামের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কীভাবে আগুন লাগে?
স্থানীয়রা জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দোকানজুড়ে ছড়িয়ে পড়ে।
প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা শতাধিক লাভবার্ড, ককাটেল, বাজরিগার, ডায়মন্ড ডাভসহ বিভিন্ন বিদেশি জাতের পাখি দগ্ধ হয়ে মারা যায়।
অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি
ফায়ার সার্ভিসের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে দোকানের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা দুঃখ প্রকাশ করে বলেছেন, দোকান মালিক কাজী ইব্লু দীর্ঘদিন ধরে শখের বসে বিদেশি পাখি পালন ও বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন।
এই মর্মান্তিক ঘটনায় তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সতর্ক করে বলেছে, দোকান ও ঘরে আগুনের ঝুঁকি এড়াতে সবাইকে আরও সতর্ক হতে
হবে, বিশেষ করে বিদ্যুৎ ও আগুনের সম্ভাব্য উৎসগুলোর প্রতি যত্নশীল হওয়া জরুরি।