মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ:-

মাগুরায় আট বছরের শিশু আছিয়ার নির্মম ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

নারী ও শিশুর প্রতি ক্রমবর্ধমান সহিংসতার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শহরের মর্নিংবেল চিলড্রেন একাডেমির উদ্যোগে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

এ সময় উপস্থিত বক্তারা শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

মর্নিংবেল চিলড্রেন একাডেমির পরিচালক শাহিনুর রহমান লিটন বলেন,

“আমরা চাই, মাগুরার এই নৃশংস ঘটনার দোষীদের দ্রুত বিচার সম্পন্ন করে কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায়।”

অন্যান্য বক্তারাও নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও আইনি প্রতিরোধ ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন।

মানববন্ধন কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *