আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ডিজাইন কেয়ার একাডেমি তাদের নতুন ব্রাঞ্চ উদ্বোধন করেছে ঝিনাইদহে।
আজ শুক্রবার, জেলার অগ্নিবীণা সড়কের আকিজ সিরামিকস ভবনের দ্বিতীয় তলায় এই নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নতুন ব্রাঞ্চ উদ্বোধনের বিশেষ উপলক্ষে একাডেমি পাঁচটি জনপ্রিয় কোর্সে ৪০% থেকে ১০০% পর্যন্ত স্কলারশিপ অফার ঘোষণা করেছে। কোর্সগুলো হলো:
✅ গ্রাফিক ডিজাইন
✅ ইউএক্স/ইউআই ডিজাইন
✅ মোশন ডিজাইন
✅ ভিডিও এডিটিং
✅ অ্যাডভান্স আর্নিং কোর্স
একাডেমির যাত্রা ও লক্ষ্য
ডিজাইন কেয়ার একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক সোহেল আহমেদ জানান, তিনি একজন পেশাদার ডিজাইনার এবং দীর্ঘ এক যুগ ধরে ডিজাইন ইন্ডাস্ট্রিতে সফলতার সাথে কাজ করে আসছেন। পাশাপাশি, তিনি একজন সফল আইটি উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত।
তিনি বলেন, “ডিজাইন কেয়ার একাডেমির ধারণাটি প্রথম আসে ২০১৭ সালে, যখন কোভিড-১৯ মহামারির সময় তরুণদের ঘরে বসে ডিজাইন ক্যারিয়ার গড়ার সুযোগ দেওয়ার কথা ভাবি।
এরপর উত্তরায় প্রথম ব্রাঞ্চ উদ্বোধন করি এবং অনলাইনে সারা দেশে কার্যক্রম পরিচালনা শুরু করি।
এরই ধারাবাহিকতায় আজ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা ঝিনাইদহে আমাদের নতুন ব্রাঞ্চ উদ্বোধন করেছি।
আশা করছি, এই ব্রাঞ্চ এলাকার বেকার যুবকদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, ইনশাআল্লাহ।”
উদ্বোধনী অনুষ্ঠান ও ইফতার মাহফিল
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে একাডেমির পক্ষ থেকে এক বিশেষ
ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে একাডেমির কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কেটে ডিজাইন কেয়ার একাডেমি, ঝিনাইদহ ব্রাঞ্চের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এই নতুন ব্রাঞ্চের মাধ্যমে ঝিনাইদহ ও আশপাশের এলাকার তরুণদের ডিজাইন ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।