ঝিনাইদহ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টে এ মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবুবকর।
প্রধান ও বিশেষ আলোচকগণ
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌরসভা মেয়র প্রার্থী আব্দুল আমিম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,ঝিনাইদহ জেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক জনাব তাজুল ইসলাম,
ঝিনাইদহ জেলা ওলামা মশায়েখ পরিষদের সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম,
ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি মেহেদী হাসান রাজু,সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা শুধু আত্মসংযমের শিক্ষা দেয় না, বরং এটি সমাজের সকল স্তরে ন্যায়, সততা ও ইনসাফ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়।
একইসঙ্গে ইসলামী আদর্শের আলোকে সৎ ও ন্যায়নিষ্ঠ জীবন গঠনের আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।