জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)
বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় কীটনাশক উদ্ধার এবং অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমকারী দুই বাংলাদেশী নারীকে আটক করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ মার্চ) ভোর ৫.১০ মিনিটের দিকে
মহেশপুর ব্যাটালিয়নের জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সদস্যরা সীমান্ত পিলার-৬৭
থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের একটি আমবাগানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. কামরুল হাসান।
এসময় বিজিবি সদস্যরা ভারত থেকে অবৈধ
পথে আমদানিকৃত বিভিন্ন ধরনের
৬৮টি কীটনাশক উদ্ধার করেন।তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে, শুক্রবার রাত ৮.৫৫ মিনিটের দিকে মহশেপুর উপজেলার পলিয়ানপুর
বিওপির টহল দল সীমান্ত পিলার-৬০/২৬-আর থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের আলমের মোড় পাকা রাস্তার উপর থেকে দুই বাংলাদেশি নারীকে আটক করে। নিয়মিত টহলের অংশ হিসেবে নায়েব সুবেদার
মো.সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত কীটনাশক এবং আটক নারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।