মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
একই সঙ্গে, ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে পাচারচক্রের এক সদস্যসহ ৫ নারী ও ৩ শিশুসহ মোট ১৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৪টায় মহেশপুর ৫৮ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারতীয় নাগরিকসহ ১৭ জন আটক
বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সামান্তা বিওপির নায়েক সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বে বিজিবির একটি দল নিয়মিত টহলের সময় সীমান্ত পিলার ৫৪/১-এস সংলগ্ন রুলি গ্রামের মমিনতলা মোড় থেকে ভারতীয় নাগরিক সুজন বিশ্বাসকে আটক করে।
এছাড়া, সীমান্তের চাপাতলা, নিমতলা, সামান্তা, গয়েশপুর, খোসালপুর ও বাঘাডাঙ্গা বিওপির পৃথক অভিযানে মানবপাচারকারীসহ ১৬ বাংলাদেশিকে আটক করা হয়।
আটককৃতদের পরিচয়
আটকদের মধ্যে অন্যতম মানবপাচার চক্রের সদস্য মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামের কিতাবুর বিশ্বাস (৪০)। তিনি দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
অন্য আটককৃতরা হচ্ছে-বুলবুল শেখ (৩৭), কালিয়া, নড়াইল,সীমান্ত চৌধুরী (৩৭), বোয়ালখালী, চট্টগ্রাম,আলমগীর হোসেন (৪০),
কয়রা, খুলনা,নাজমুল শেখ (৪১), গোপালগঞ্জ সদর,রেজাউল ইসলাম (৪১),
শ্যামনগর, সাতক্ষীরা,সিরাজুল সানা (৩৭), সাতক্ষীরা সদর,হারুন গাজী (৪৬), সাতক্ষীরা পৌরসভা
পাঁচ নারী ও তিন শিশুকেও আটক করা হয়েছে। আইনগত সীমাবদ্ধতার কারণে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য
অভিযানে ১০২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
আইনগত ব্যবস্থা
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানিয়েছেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হবে। আটক বাংলাদেশি পুরুষদের আদালতে সোপর্দ করা হবে।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) জানান, আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা থানার পুলিশ গ্রহণ করবে।
সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।