আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:
পরিবেশ সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝিনাইদহের ‘গাছপাগল’ নামে পরিচিত জহির রায়হান।
দীর্ঘদিন ধরে তিনি গাছ লাগানো, পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণসহ পরিবেশ রক্ষায় কাজ করে আসছেন।
এবার বজ্রপাত প্রতিরোধে সদর উপজেলার বিভিন্ন সড়ক ও এলাকায় তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছেন তিনি।
জানা গেছে, জহির রায়হান সদর উপজেলার আঠারো মাইল থেকে সাহেব বাজার, কৃষ্ণপুর থেকে বেতাই,
নগরবাথান থেকে ডেফলবাড়ীয়া সড়কসহ বিভিন্ন এলাকায় প্রায় ১৫ হাজার তালবীজ রোপণ করেছেন।
ইতোমধ্যে অনেক তালগাছ বড় হয়ে উঠেছে, যা এলাকায় সবুজ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে।
স্থানীয় বাসিন্দা লিটন মাহমুদ বলেন,“জহির রায়হানের মতো সবাই যদি পরিবেশ রক্ষায় এগিয়ে আসে, তাহলে বজ্রপাতের ক্ষতি কমানো সম্ভব।
তালগাছ শুধু বজ্রপাত প্রতিরোধই করে না,পরিবেশের ভারসাম্যও রক্ষা করে।”
কুমড়াবাড়ীয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুন-অর রশীদ জানান, জহির রায়হান শুধু তালবীজ নয়,
পরিবেশের ভারসাম্য রক্ষায় খেজুর, আম, জাম, বাবলা প্রভৃতি গাছও রোপণ করেছেন।
এ বিষয়ে জহির রায়হান বলেন, “প্রতি বছর বজ্রপাতে বহু মানুষ মারা যায়।
আমি চাই প্রকৃতিকে সহায়তা করে মানুষের জীবন রক্ষা করতে। তাই তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছি।
স্থানীয়রাও এতে আগ্রহ দেখাচ্ছেন, যা আমাকে আরও উৎসাহিত করছে।”
ঝিনাইদহ সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান,
তাল, নারকেল, সুপারি ও খেজুরগাছ বজ্রপাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।
জহির রায়হানের উদ্যোগ শুধু ঝিনাইদহ নয়, দেশের অন্যান্য অঞ্চলেও অনুসরণ করা উচিত বলে তিনি মনে করেন।
পরিবেশবিদদের মতে, তালগাছ বজ্রপাত প্রতিরোধের পাশাপাশি ভূমিক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয়দের ধারণা, এই উদ্যোগ ভবিষ্যতে বজ্রপাত প্রতিরোধে কার্যকর অবদান রাখবে।