ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার রতনপুর গ্রামে মানসিক প্রতিবন্ধী দেবরের লাঠির আঘাতে রেশমা খাতুন (৪১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রেশমা খাতুন রতনপুর গ্রামের আব্দুল হামিদ জোয়ার্দ্দারের স্ত্রী ও তিন সন্তানের জননী।
নিহতের স্বামী আব্দুল হামিদ জানান, গত ৮ মার্চ বিকেলে রেশমা রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎ করেই তার ছোট ভাই নাহিদ, যিনি মানসিকভাবে অসুস্থ, লাঠি দিয়ে রেশমার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
সেখানে কয়েকদিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে বুধবার সকালে চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন।
কিন্তু সন্ধ্যার পর রেশমার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হয়।
সেখানেই বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বিষয়টি নিশ্চিত করে জানান,
নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি অভিযুক্ত মানসিক প্রতিবন্ধী নাহিদ জোয়ার্দ্দারকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।