জীবননগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান,জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা ২০২৫ উদযাপিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সভায় সমিতির ২০২৩-২৪ অর্থবছরের লাভ-ক্ষতি বণ্টন হিসাবসহ সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম, ডিরেক্টর, কালব “গ” অঞ্চল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নূর আলম, উপজেলা সমবায় অফিসার, জীবননগর
সভাপতিত্ব করেন জনাব আব্দুল খালেক, চেয়ারম্যান,জীবননগর উপজেলা

শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ

অনুষ্ঠানে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তির অর্থ প্রদান করা হয়।

পাশাপাশি সমিতির সদস্যদের উৎসাহিত করতে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানে কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার সঞ্চালনায় ছিলেন শিক্ষক মফিজুর রহমান

সার্বিকভাবে, বার্ষিক সাধারণ সভাটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয় এবং শিক্ষক সমাজের ঐক্য ও উন্নয়নের প্রতিচ্ছবি তুলে ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *