ঝিনাইদহে নেটওয়ার্কিং শক্তিশালীকরণের মাধ্যমে মানবাধিকার রক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহে নেটওয়ার্কিং শক্তিশালীকরণের মাধ্যমে মানবাধিকার রক্ষার লক্ষ্যে জেলা পর্যায়ের এ্যাডভোকেসি সভা শনিবার দুপুরে  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ওয়েলফেয়ার এফোর্টস-এর প্রশিক্ষণ হলে এ সভার আয়োজন করা হয়।

সভাটি আয়োজন করে ওয়েলফেয়ার এফোর্টস ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) জহুরুল ইসলাম এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর টিপু সুলতান

সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার ডিফেন্ডার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, এবং সঞ্চালনা করেন উই-এর পরিচালক শরিফা খাতুন

এ্যাডভোকেসি সভায় মানবাধিকার কর্মী, সমাজসেবক, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, প্রবীণ নাগরিক, নারী নেত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় আলোচনার মূল বিষয়বস্তু:

✅ মানবাধিকার রক্ষায় নেটওয়ার্কিং ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব
✅ সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা
✅ দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ
✅ নাগরিক অধিকারের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি

বক্তারা বলেন, “মানবাধিকার রক্ষার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।”

আয়োজকরা এ ধরনের সংলাপ ও সচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *