জীবননগর অফিস:
জীবননগর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, ঈদকেন্দ্রিক যানজট নিরসন, স্বাস্থ্যসেবা উন্নয়ন,
বাজার মনিটরিং–সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠিত সভায় আলোচিত মূল বিষয়গুলোর মধ্যে ছিল,মাদকদ্রব্যের বিস্তার রোধ।
জীবননগরে মাদকের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।ঈদের যানজট নিরসন।
বিশেষ করে জীবননগর বাসস্ট্যান্ডে ঈদ উপলক্ষে বাড়তে থাকা যানজট দূর করতে কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়।
স্বাস্থ্যসেবার উন্নয়ন: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম পুনরায় চালু করার বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
বাজার মনিটরিং: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমীন সভাপতিত্ব করেন। তিনি বলেন,
“আপনারা স্থানীয় বাসিন্দা, আপনাদের থেকেই আমরা উপজেলায় বিদ্যমান সমস্যা সম্পর্কে সঠিক তথ্য পাব। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনাদের মতামত ও সহযোগিতা প্রয়োজন।”
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন,
“রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
প্রতিদিন আমাদের মোবাইল টিম রাতদিন কাজ করছে। থানার কোনো পুলিশ সদস্য তিন ঘণ্টার বেশি ঘুমানোর সুযোগ পান না।
সভায় আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা,জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান,জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক,সাংবাদিক নূর আলম, আসিম সাঈদ, ওমর ফারুক প্রমুখ
সভায় উপস্থিত সবাই উপজেলার বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে মতামত প্রদান করেন।
স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের অন্যান্য প্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় জীবননগরকে আরও নিরাপদ ও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।