ঝিনাইদহের মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকর মল্লিকের মৃত্যুতে শোকের ছায়া

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়নের পরপর দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আবু বকর মল্লিক আর নেই। মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে নিজ গ্রাম কুতুবপুরে ষ্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বিকেল ৩টায় কুতুবপুর গ্রামের নিজ বাসভবনের প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুতে মহারাজপুর ইউনিয়নসহ পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। তারা বলেন, “আবু বকর মল্লিক ছিলেন একজন জনদরদী নেতা। তার নেতৃত্বে মহারাজপুর ইউনিয়ন উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছেছিল। তার শূন্যতা পূরণ করা খুবই কঠিন।”

স্থানীয় বাসিন্দারা আবু বকর মল্লিককে স্মরণ করে বলেন, “তিনি ছিলেন সবার আপনজন। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকতেন। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম।”

আবু বকর মল্লিকের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে। ঝিনাইদহের মানুষ তার অবদান ও স্মৃতিকে চিরকাল মনে রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *