গঞ্জেরখবর ডেস্ক:-
যশোরের কেশবপুরে গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শামীম আশরাফ (৩০) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কেশবপুর উপজেলা পরিষদ এলাকায় তাকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযুক্ত শামীম আশরাফ যশোরের শার্শা উপজেলার বারপোতা গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
প্রতারণার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন।
জানা গেছে, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুর সঙ্গে মোবাইল
ফোনে যোগাযোগ করে শামীম আশরাফ নিজেকে ঢাকার গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হিসেবে পরিচয়
দেন। বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে তদন্ত করার কথা জানিয়ে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে আসার আগাম বার্তা দেন।
শিক্ষক সুপ্রভাত কুমার বসু বিষয়টি সন্দেহজনক মনে করে যশোরের গোয়েন্দা সংস্থাকে অবহিত করেন।
পরবর্তীতে বৃহস্পতিবার শামীম আশরাফ কেশবপুর উপজেলা পরিষদ এলাকায় উপস্থিত হলে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে হাতেনাতে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতারণার দায়ে শামীম আশরাফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এই ঘটনার পর স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গোয়েন্দা সংস্থা সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, যেন এ ধরনের প্রতারকদের ফাঁদে না পড়েন।