গঞ্জের খবর ডেস্ক:-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন চুয়াডাঙ্গার
জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের কৃতি সন্তান অধ্যাপক ড. মনজুর রহমান।
পরবর্তী তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বাংলা বিভাগের সভাপতির কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম,
ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইউট্যাবের সভাপতি অধ্যাপক
ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম এবং বাংলা বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
নতুন দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মনজুর রহমান বলেন, “বিভাগের উন্নয়নের জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।
আমরা একসঙ্গে কাজ করে বিভাগের সকল সংকট কাটিয়ে আগামীর পথে এগিয়ে যেতে চাই।”
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “বাংলা বিভাগের দীর্ঘ ঐতিহ্য রয়েছে।
এই বিভাগের সুনাম ধরে রাখতে নতুন সভাপতির সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা জরুরি।
আশা করি, বিভাগের সকল শিক্ষক তার পাশে থেকে সহযোগিতা করবেন।”
প্রসঙ্গত, অধ্যাপক ড. মনজুর রহমানের পূর্বসূরি অধ্যাপক ড. রবিউল হোসেন ব্যক্তিগত কারণে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরাম’-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাপলা ফোরামের ব্যানারে ‘নৈরাজ্যবিরোধী’ মিছিলে অংশগ্রহণের অভিযোগও রয়েছে।
ড. মনজুর রহমানের নেতৃত্বে বাংলা বিভাগ নতুন গতিতে এগিয়ে যাবে—এমনটাই আশা করছেন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা।