জীবননগর অফিস:-
বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রায়পুরের স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মীসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত আমির এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব অ্যাডভোকেট রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং জেলা শাখার তাহবীআতি সেক্রেটারি জনাব মোঃ জিয়াউল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন ওলামা বিভাগের সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব মহিউদ্দিন।
জীবননগর উপজেলা শাখার আমির মাওলানা সাজ্জাদুর রহমান, নায়েবে আমির হাফেজ বিলাল হোসেন এবং সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিকী ইফতার মাহফিলে বিশেষভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জীবননগর উপজেলা শাখার বাইতুল মাল সম্পাদক জনাব আশাবুল হক মল্লিক। সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন শাখার আমির জনাব রবিউল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা ইসলামের ঐক্য, ভ্রাতৃত্ব ও সংহতির গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ঐক্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এই ইফতার মাহফিলের মাধ্যমে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সহযোগিতার মানসিকতা আরও সুদৃঢ় হয়েছে বলে আয়োজকরা মনে করেন।