আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:
দেশের প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আলহাজ্ব এম এ কাদের-এর লেখা “জাতীয় সংকট” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের খয়েরতলায় অবস্থিত একটি প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলাম,
উচ্চকণ্ঠ পত্রিকার সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক জামির হোসেন, শাহজাহান আলী সাজু, রফিকুল ইসলাম মন্টু, সোহেল আহমেদ, জাকারিয়া হোসেন, নয়ন খন্দকার, শাহজাহান আলী বিপাশ,
তোফাজ্জেল হোসেন তপু, হুমায়ুন কবির সোহাগ, সোলাইমান হোসেন, ইকবাল হোসেন এবং লেখকের সহধর্মিণী মাহবুবা ফেরদৌস রাখী।
জাতীয় সংকট বইয়ের বিষয়বস্তু
সাংবাদিক ও বিশ্লেষক এম এ কাদের বাংলাদেশের বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন। দেশের জাতীয় দৈনিক ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তাঁর বিশ্লেষণমূলক কলামগুলোর সংকলন নিয়ে “জাতীয় সংকট” শিরোনামে এই বইটি প্রকাশিত হয়েছে।
বইমেলায় প্রকাশনা
এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত “জাতীয় সংকট” ইতোমধ্যেই পাঠক মহলে বেশ সাড়া ফেলেছে।
বইটিতে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সংকটের বাস্তবধর্মী বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “জাতীয় সংকট” বইটি বাংলাদেশের বর্তমান বাস্তবতা ও সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি পাঠকদের জন্য একটি সময়োপযোগী ও গবেষণাধর্মী প্রকাশনা।”
লেখক এম এ কাদের তাঁর বক্তব্যে বইটি পাঠকদের হাতে তুলে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও গবেষণাধর্মী লেখনী অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।