দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার উদ্যোগে জীবননগরে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

জীবননগর অফিস:-

দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার উদ্যোগে জীবননগরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) পত্রিকার জীবননগর ব্যুরো প্রধান আল আমিন মোল্লার অফিসে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার সম্পাদক হারুন অর রশিদ পান্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আতিয়ার রহমান, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজান কবীর এবং জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী।

এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ময়েন উদ্দীন ময়েন,

জীবননগর উপজেলা যুবদলের মোঃ আনোয়ার হোসেন আনার,

উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ এখলাছুর রহমান রাসেল এবং সাবেক বাঁকা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুন্সি আবুল কাশেম।

অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন জীবননগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আব্দুল হামিদ, হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিয়ার রহমান এবং

সাংবাদিক নয়ন আহম্মেদ, আজিজুল হক, ওমর ফারুক, এস এম রিপন হোসেন ও এ মাই আতিয়ার।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সবার মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজান কবীর।

অনুষ্ঠানে সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ইফতারের সময় একত্রে ইফতার গ্রহণ করেন।

এই আয়োজনের মাধ্যমে ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *