মহেশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ পরিবারের ৭ ঘর পুড়ে ছাই, পৌর প্রশাসনের সহায়তা প্রদান

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার নওদাগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের ৭টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার রাতে তারাবির নামাজের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে ঘরের আসবাবপত্র ও গোয়ালের গরু কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

প্রতিবেশীদের ভাষ্যমতে, আগুনের সূত্রপাত মুহূর্তের মধ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে, ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুই বের করে আনতে পারেনি।

পুড়ে যাওয়া ঘরগুলোর মালিক শরিফ মিয়া, ইবাদত মন্ডল, মঙ্গল মন্ডল, মিয়া খাতুন ও আশিক মন্ডল চরম অসহায় অবস্থায় পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মহেশপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন।

মঙ্গলবার বিকেলে মহেশপুর পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ৮ বান্ডিল ঢেউটিন ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেন ইউএনও ইয়াসমিন মনিরা।

এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা,

মহেশপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, হিসাবরক্ষক আতিয়ার রহমান এবং ৩নং ওয়ার্ডের যাচাইকারী মাসুদ রানা প্রমুখ।

স্থানীয়রা প্রশাসনের দ্রুত সহযোগিতাকে স্বাগত জানিয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য আরও সহায়তা কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *