হরিণাকুন্ডুতে বাড়ী ঘর ভাঙচুর ও লুটপাট, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

ঘটনার পেছনের কারণ
স্থানীয়রা জানান, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়,যেখানে মোশারফ নামে এক ব্যক্তি নিহত হন।

ওই ঘটনার জেরে গ্রামে উত্তেজনা বিরাজ করছে এবং গত কয়েকদিন

ধরে সংঘর্ষের জের ধরে বিভিন্ন বাড়িঘর ও সম্পত্তিতে হামলা চালানো হচ্ছে।

বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন জব্বার মণ্ডল, সাঈদ মণ্ডল,

রমজান, নাজমুল, ঠান্টসহ বেশ কয়েকজনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে।

সর্বশেষ বৃহস্পতিবার সকালে আকুল নামে এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তার ফসলি জমির ক্ষতি করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি
খবর পেয়ে হরিণাকুন্ডু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান জানান,

“ঘটনার বিষয়ে জানতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে পুলিশ জানিয়েছে।

তবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে, এবং তারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *