চৌগাছায় মতবিনিময় সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ: দলের ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি

বিশেষ প্রতিনিধি:-

যশোরের চৌগাছায় উপজেলা বিএনপির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) সকালে চৌগাছা বেলা প্রি-ক্যাডেট স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম. এ. সালাম,

আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম,

সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী দফাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক,

অ্যাডভোকেট আলী বুদ্দিন খান, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, যুবদল উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল মান্নান,

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বকর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন প্রমুখ।

নেতাকর্মীদের সতর্কবার্তা

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “এই সভায় উপস্থিত এমন একজন নেতাও নেই, যিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের সময় মিথ্যা মামলার শিকার হননি।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন। তবে, আমরা লক্ষ্য করেছি,

বিএনপির কিছু নেতাকর্মী সুবিধাভোগী মহলের সঙ্গে সখ্যতা গড়ে তুলে দলের ভাবমূর্তি নষ্ট করছে। দলীয় হাইকমান্ড এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।”

তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

বিতর্কিত ব্যক্তিদের দলে জায়গা নেই। যারা এখনো বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, তারা সতর্ক হয়ে যান। যদি কারো বিরুদ্ধে অভিযোগ আসে, তাহলে তদন্ত করে তিন দিনের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

উন্মুক্ত আলোচনা ও দলীয় করণীয়

সভায় উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির প্রথম সারির পাঁচজন নেতা, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রথম সারির পাঁচজন করে নেতাকর্মী অংশ নেন।

প্রধান বক্তার বক্তব্য শেষে দলের বর্তমান অবস্থা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়, যেখানে বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতারা দলের বিভিন্ন সমস্যাওসমসাময়িক বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান।

উন্মুক্ত আলোচনায় নেতাকর্মীরা দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, স্থানীয় রাজনীতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত দেন।

সভার শেষ পর্যায়ে জেলা নেতারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *