ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণ

বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহ শহরের প্রধান সড়কগুলোর পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে ঝিনাইদহ সড়ক বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ। এছাড়া, তার সঙ্গে ছিলেন সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী আহসান উল কবীর

উচ্ছেদ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং প্রয়োজনীয় উচ্ছেদ সরঞ্জামও ব্যবহার করা হয়।

অভিযান চলাকালে ফুটপাত দখল করে রাখা দোকানদারদের দ্রুত তাদের মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়।

পাশাপাশি, যারা নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা না সরাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ জরিমানার হুঁশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ বলেন, “জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

এ বিষয়ে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান বলেন, “আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যান চলাচল নির্বিঘ্ন রাখতে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।

এটি নিয়মিতভাবেই চলবে, যাতে সড়কের দুই পাশে অবৈধ দখলদারিত্ব বন্ধ করা যায়।”

অভিযানের ফলে শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত হয়ে পথচারীদের চলাচল সহজ হয়েছে। জনস্বার্থে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *