বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের গাবতলা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের বসতঘর, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক ৫টার দিকে আজিজুল ইসলামের স্ত্রী চুলায় রান্না করছিলেন। হঠাৎ আগুন লেগে তা দ্রুত খড়ির গাদায় ছড়িয়ে পড়ে।
মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একে একে পাঁচটি পরিবারের ঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন—আজিজুল ইসলাম, রিপন উদ্দিন, মল্লিক হোসেন, বাবলু হোসেন ও মইদুল হোসেন।
ভুক্তভোগী রিপন হোসেন বলেন, “আগুনে আমার বসতঘর, নগদ টাকা ও আসবাবপত্র সব পুড়ে গেছে। একই অবস্থা হয়েছে আরও চারটি পরিবারের।
এখন আমাদের আশ্রয় ও খাবারের জন্য প্রতিবেশীদের সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে।”
ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পরিস্থিতি বেগতিক দেখে পার্শ্ববর্তী কালিগঞ্জ ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটকে ডাকা হয়। পরে দুই ইউনিট যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, “প্রাথমিকভাবে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে আমরা প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি।”
এদিকে, কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের ইমারজেন্সি টহল টিম
ঘটনাস্থলে যায়। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ফায়ার সার্ভিসের প্রতিবেদনের পর স্পষ্ট হবে।”
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবনযাপন করছে
এবং সরকারি-বেসরকারি সহায়তার দাবি জানিয়েছে।