জীবননগর গোয়ালপাড়ায় পুর্বশত্রুতার জের ধরে গোয়াল ঘরে গরুর ডাবায়  বিষ প্রয়োগ, তিনটি গরুর মৃত্যু, বাকীগুলোর অবস্থা সংকটাপন্ন

জীবননগর অফিস:
 চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া দরগাপাড়ায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

অভিযোগ রয়েছে, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ

চক্রান্ত করে গোয়ালের পানির পাত্রে বিষ মিশিয়ে দেয়, যার ফলে সাতটি গরু গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এর মধ্যে তিনটি গরু মারা গেছে, বাকিগুলো মৃত্যুর সঙ্গে লড়ছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী মো. গোলাম রহমান (৩৩) লিখিত অভিযোগে জানান, তার প্রতিবেশী রেজাউল ইসলাম পীরু মিয়া (৫০),

সেলিম উদ্দিন (৩৫) ও রাকিব হোসেন (৩২) দীর্ঘদিন ধরে তার সঙ্গে বিরোধে লিপ্ত। সেই বিরোধের জেরে প্রতিশোধ নিতে তারা কৌশলে তার গোয়ালঘরের পানির পাত্রে বিষ মিশিয়ে দেয়।

তিনি আরও জানান, ঘটনার দিন ২০ মার্চ বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ তার সাতটি গরু অস্বাভাবিক আচরণ করতে শুরু করে।

কিছুক্ষণের মধ্যে তিনটি গরু ছটফট করতে করতে মারা যায় এবং বাকিগুলোর অবস্থাও আশঙ্কাজনক হয়ে ওঠে।

প্রাথমিকভাবে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় তিনি বিষয়টি খতিয়ে দেখতে থাকেন এবং জানতে পারেন, তার সন্দেহের বাইরে নয় ওই প্রতিবেশীরা। এ ঘটনায়
তার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ঘটনার পর স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আব্দুল গনি বলেন,

“মানুষের মধ্যে বিরোধ থাকতেই পারে, কিন্তু তার জন্য নিরীহ পশুর ওপর এমন বর্বর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ কাজ যারা করেছে, তারা চরম অমানবিক এবং আইনত কঠোর শাস্তি তাদের প্রাপ্য।”

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

আশা করছি, খুব দ্রুতই ঘটনার আসল রহস্য উন্মোচিত হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয়
ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন,

যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের নৃশংস কাজ করতে সাহস না পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *