জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আলীপুর জামে মসজিদের সামনে থেকে একটি মোটর সাইকেল চুরি হয়ে গেছে। ঘটনাটি শুক্রবার সন্ধা সাড়ে ৬ টার দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়ার জনৈক হারেজ আলীর (৫১) বলেন,শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার আমাদের ব্যবহৃত সুজুকি জিক্সার মনোটন-১৫৫ সিসি।
যাহার রেজিস্ট্রেশন নম্বর: চুয়াডাঙ্গা-ল-১১-৫৮৪৯, মোটর সাইকেলটি আলীপুর জামে মসজিদের সংলগ্ন রাস্তার পাশে রেখে মসজিদে নামাজ আদায় করতে যাই।
তবে, মাত্র ১৫ মিনিট পর, সন্ধ্যা ৬:৪৫ মিনিটের দিকে নামাজ শেষে ফিরে এসে দেখি যে,মোটর সাইকেলটি ঘটনাস্থলে নেই।
ঘটনার পর সম্ভাব্য সকল স্থানে মোটর সাইকেলটি খোঁজাখুজি করি। কিন্তু কোথাও কোন সন্ধান মেলেনি।
আমার বিশ্বাস চোর চক্রের সদস্যরা আমাদের সাথেই
মসজিদে নামাজ পড়ছিল এবং তারা সুন্নত নামাজ আদায় না করেই মোটর সাইকেলটি কৌশলে চুরি করে নিয়ে যায়।
তিনি বলেন ঘটনার ব্যাপারে থানায় একটি লিখিত
অভিযোগ করা হয়েছে। মোটর সাইকেলটি উদ্ধারের ব্যাপারে আমি থানা পুলিশের সহযোগীতা চাই।
বাঁকা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার রেজাউল ইসলাম বলেন,ঘটনাটি আমি শুনেছি। সম্প্রতি চোরের উৎপাত খুব বেড়ে গেছে।
এলাকায় প্রায় দিনই কোন না কোন কিছু চুরি হয়ে যাচ্ছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং মোটরসাইকেল উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।