জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী ও নতুনপাড়া সীমান্তে বিজিবি সদস্যরা চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও কীটনাশক উদ্ধার করেছেন।
শুক্রবার (২২ মার্চ ২০২৫) সকাল ৭টা ১০ মিনিটের
দিকে ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)
এর অধীনস্থ জীবননগর উপজেলার মাধবখালী বিওপি’র সদস্যরা সীমান্ত পিলার ৭১/৫-এসহতে, আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের একটি আমবাগানে অভিযান
পরিচালনা করেন।
সুবেদার মোহাম্মদ আতিয়ার রহমানের নেতৃত্বে এ অভিযান পারিচালিত হয়। অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ হাজার ৫০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
একই দিন সকাল সাড়ে ৮ টার দিকে নতুনপাড়া বিওপি’র সদস্যরা সীমান্ত পিলার ৬৬/৫-এস হতে, নতুনপাড়া গ্রামের জনৈক কদর আলীর আমবাগানে অভিযান চালান।
নায়েক মোঃ রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৬১৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
বিজিবি সুত্র জানিয়েছেন, উদ্ধারকৃত ওষুধ ও কীটনাশকের বাজারমূল্য কয়েক লাখ টাকা।
এসব চোরাচালানী পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।