ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল: দেশে ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না

বিশেষ প্রতিনিধি,ঝিনাইদহ:_

দেশে আর কোনো ফ্যাসিস্টদের আশ্রয়-আস্থানা গড়ে উঠতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম হতে দেওয়া হবে না, দিনের ভোট রাতে করার সংস্কৃতি চলতে পারে না।”

শুক্রবার ঝিনাইদহের শৈলকূপায় নাগরিক সমাজ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর বার্তা

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনামলেও অনেক নেতাকর্মী বিভক্ত ছিল,

কিন্তু শেখ পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। ইতিহাসে এই প্রথমবার কোনো প্রধানমন্ত্রী নিজের নেতাকর্মীদের বিপদের মুখে রেখে পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন।”

তার বক্তব্যে তিনি স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠার ওপর জোর দেন।

ব্যাপক উপস্থিতি, উচ্ছ্বাস ও প্রতিক্রিয়া

শৈলকূপার ঐতিহ্যবাহী এই ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা সবাই গণতন্ত্রের সুষ্ঠু চর্চা, অবাধ নির্বাচন ও দেশের সার্বিক উন্নয়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

দেশের ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মনে করেন, দেশের রাজনীতি একটি গুরুত্বপূর্ণ মোড়ের দিকে এগোচ্ছে। গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ ধরনের আলোচনা ও মতবিনিময় সভাগুলো গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *