জীবননগর উথলীতে আবারও রেললাইনে ফাটল, ট্রেন চলাচল স্বাভাবিক

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে আবারও রেললাইনে ফাটল দেখা দিয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (২৩ মার্চ) বিকেলে উথলী ঘোড়ামারা রেলগেট এলাকায় রেললাইনের জোড়ার মুখের ঝালাই খুলে গিয়ে ফাটল সৃষ্টি হয়।

এলাকাটি তুলনামূলক নিচু হওয়ায় এর আগেও সেখানে একাধিকবার এ ধরনের ফাটল দেখা গেছে।

স্থানীয়রা ফাটল দেখতে পেয়ে দ্রুত রেল কর্তৃপক্ষকে অবহিত করেন।

এরপর রেললাইনের ওপর লাল পতাকা টাঙিয়ে খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ১৫ আপ মহানন্দা মেইল ট্রেনকে থামিয়ে দেওয়া হয়, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

পরে ট্রেনটি ধীরগতিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

রেললাইন মেরামতের কাজ শুরু হওয়ার পরও খুলনাগামী নকশিকাঁথা কমিউটার,

কপোতাক্ষ এক্সপ্রেস এবং রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনগুলো সতর্কভাবে, ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করে।

বাংলাদেশ রেলওয়ের চুয়াডাঙ্গার সহকারী নির্বাহী প্রকৌশলী চাঁদ আহমেদ জানান,

“উথলীতে রেললাইনের জোড়ার মুখে ফাটল দেখা গেছে, যা সম্ভবত ঝালাইয়ের স্থানে দুর্বলতার কারণে হয়েছে।

আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করেছে। আপাতত ট্রেনগুলো ধীরগতিতে চলছে, মেরামতের পর স্বাভাবিক গতিতে চলাচল করতে পারবে।”

উথলী রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত মাস্টার সুদেব বড়ুয়া জানান,

“বিকেল ৪টা ২০ মিনিটে ফাটলের খবর পাওয়ার পর দ্রুত মেরামতের কাজ শুরু করা হয় এবং সন্ধ্যা ৭টার দিকে কাজ সম্পন্ন হয়।

বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”

প্রসঙ্গত, গত বছরের ১৬ জানুয়ারিতেও একই স্থানে রেললাইনে ফাটল দেখা গিয়েছিল।

তখনও দ্রুত মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। বারবার একই স্থানে ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *