জীবননগর সুবলপুরে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে সুবলপুর গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক অনাড়ম্বর পরিবেশে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জনাব শাহজাহান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সাবেক ওয়ার্ড কমিশনার আপিল মাহমুদ, এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন,

সাধারণ সম্পাদক মাসুদ আলম, সাবেক ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, পৌর ছাত্রবিষয়ক সম্পাদক মামুন হোসেন, মসরেকুর রহমান মিল্টু, আব্দুল ছালাম, বাবুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রভাষক জাহাঙ্গীর আলম শান্টু। ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে রমজানের শিক্ষা ও ইসলামের মহিমা নিয়ে আলোচনা করেন। তারা বিএনপির আদর্শ ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে সংযম ও সহমর্মিতার শিক্ষা গ্রহণ করে সমাজে শান্তি ও সাম্যের বাণী ছড়িয়ে দেওয়া উচিত।

তারা সকলের জন্য দোয়া করেন এবং দেশের কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানটি স্থানীয় নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *