কোটচাঁদপুরে জামায়াতে ইসলামের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক:

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বিকাল ৫টায় আস্থা কনভেনশন হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাস্টার

শাহাবুদ্দিন খানের সঞ্চালনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান  অতিথি হিসেবে  উপস্থিত  ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও কোটচাঁদপুর-মহেশপুরের জনপ্রিয় নেতা অধ্যাপক মতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্য:

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “সবার আগে দেশ সংস্কার ও গণহত্যার বিচার করতে হবে, এরপর নির্বাচন দিতে হবে।”

তিনি আরও বলেন, পবিত্র কোরআন মানবজাতির পথপ্রদর্শক, আর রমজান মাস কোরআন নাজিলের মাস।

কোরআনের বিধান ছাড়া মানবতার প্রকৃত কল্যাণ সম্ভব নয়। তাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কোরআনের আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথিদের বক্তব্য:

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই,

উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, ও পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল।

তাঁরা বলেন, ইসলামের আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করতে হলে ত্যাগ ও অধ্যবসায়ের প্রয়োজন।

এছাড়া ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ:

মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান, মাস্টার আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক শরিফুল ইসলাম,

মাস্টার মশিউর রহমান, বায়তুলমাল সেক্রেটারি মাস্টার রেজাউল হোসেন, শরিফুর রহমান টিটো, নবীরুল ইসলাম,

পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সারসংক্ষেপ:

ইফতার পূর্বে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের অগ্রগতি এবং সামগ্রিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্রীয় নীতি গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যেখানে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বরা একত্রিত হয়ে ইসলামের আদর্শ ও সমাজ সংস্কারের বিষয়ে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *